নিজস্ব প্রতিবেদক:
জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, এক মিনিট নিরাবতা, দোয়া ও মোনাযাতের মধ্য দিয়ে নাটোরে আওয়ামীলীগ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। আজ বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সহ সভাপতি উমা চৌধুরি জলি, যুগ্ম সাধারণ সমনপাদক মালেক শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ দলীয় নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন দেশ স্বাধীন করার জন্য দীর্ঘ নয়মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে সর্বস্তরের জনগন।ভাষার জন্য সালাম, রফিক, জব্বার, বরকতসহ নাম না জানা অনেক মায়ের কোল ফাঁকা হয়েছে।তাই আমাদের নিজের মাতৃভাষা তথা বাংলা ভাষা সম্পর্কে সচেতন হতে হবে। কেউ যেন বাংলা ভাষাকে বিকৃত করতে না পারে সেই দিকে সবাইকে সচেতন হতে হবে।