নিজস্ব প্রতিবেদক
নাটোরে সংগঠনের গুনগত মান বৃদ্ধি ও স্থায়িত্ব নিশ্চিত করতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সোমবার নাটোর শহরের উপর বাজার বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখার নিজস্ব কার্যালয়ে এই সাংগঠনিক মাসের সমাপনী ২০১৯ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি দিলারা বেগমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাডভোকেট সিরাজুল
ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার কাজল,ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-সাকিব বাকি সহ অন্যান্যে নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনবাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক সীমা ইসলাম। অনুষ্ঠানে পরিচালনা করেনবাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এড. শাহানা আফরোজ শিল্পী।