নাটোরে মাটিবাহী ট্রলির চাপা রুমি নামে দশ বছরের প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বাকশোর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুমি সিংড়া উপজেলার খেজুরতলা এলাকার চাতাল শ্রমিক মানিকের মেয়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম ও এলাকাবাসী জানায়, মা মারা যাওয়ার পর থেকে প্রতিবন্ধী শিশু রুমি তার নানি শামসুন্নাহারের বাড়ীতেই থাকতো। সকাল দশটার দিকে রুমি পার্শ্ববর্তী বাকশোর গ্রামে একটি বাড়ীতে খেতে যায়। খাওয়া-দাওয়া শেষে রাস্তায় বের হয়ে আসলে দ্রুতগামী একটি মাটিবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এলাকাবাসি ট্রলিটি আটক করলেও ট্রলির চালক পালিয়ে যেতে সমর্থ হয়।