নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদ্রাসা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সাইদুল ইসলামকে পিটিয়ে হাত ভেঙ্গে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যার পর সদর উপজেলার মাঝদিঘা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাওলানা সাইদুল ইসলাম উপজেলার মাঝদিঘা পূর্বপাড়া গ্ৰামের আব্দুর রহমান জিনাতের ছেলে এবং মাঝদিঘা নুরানী হফেজি মাদ্রাসার অধ্যক্ষ।
আহত মাওলানা সাইদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তিনি মাঝদিঘা নুরানী হফেজি মাদ্রাসায় পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন। এ সময় ৫/৬ জন ব্যক্তি মাদ্রাসার ভিতরে প্রবেশ করে তার শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। এরপর গাড়ীর ভিতর তাকে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়। পরে সেখান থেকে আড়াই কিলোমিটার দূরে চিকুর মোড় এলাকায় তাকে ফেলে দিয়ে চলে যায় তারা। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে পুলিশ।