নাটোর প্রতিনিধি: নাটোরে সকল রেজিষ্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মাওলানা ইনতাজবিন হাকিমের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোর জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী, সহ- সভাপতি এলাহী বক্স, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক সেলিম রেজাসহ শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের শর্ত পূরণ করে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়ে শিক্ষা মন্ত্রনালয়ের নিয়মানুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। একই পরিপত্রে রেজিষ্ট্রেশনকৃত বেসরকারী প্রাইমারী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষদের বেতন পাঁচশত টাকা করা হয় এবং ২০১৩ সালে মহাজোট সরকার ২৬ হাজার ১শ ৯৩টি বেসরকারী প্রাইমারী স্কুল জাতীয়করণ করা হয় অথচ রেজিষ্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো অবহেলিত থেকে যায়। তারাও সকাল নয়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের পাঠ দান করান। দ্রব্যমূল্যের এই বাজারে মা-বাবা ও পরিবার নিয়ে এ সব শিক্ষকরা অবর্নণীয় কষ্টে আছেন। বক্তারা মুজিব বর্ষে প্রাইমারী স্কুলের ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ, কোডবিহীন মাদ্রাসাগুলোকে কোর্ডের অন্তর্ভুক্তকরণসহ সাত দফা দাবী পুরণ করার আবেদন জানান এবং প্রধানমন্ত্রীর কাছে এসব দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেন।