ডেস্ক নিউজ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নাটোরে মাস ব্যাপী বিসিক ঐক্য স্বাধীনতা মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার শহরতলীর দত্তপাড়া এলাকায় বিসিক শিল্প নগরীর মাঠে বিসিক এর উদ্যোগে পিপলস ফুটওয়্যার এ্যান্ড লেদার গুডস এর সহযোগীতায় এই মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ,বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বাইজিদ,এফবিসিসিআইয়ের পরিচালক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান,নাটোর বিসিকের সহকারী উপব্যাবস্থাপক দিলরুবা দীপ্তি। মেলায় স্থানীয় বিসিক শিল্প নগরীর ৭০ টি স্টল অংশ নেয়।