স্টাফ রিপোর্টারঃ
নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা মহাদেব কর্মকারের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড়গাছা পালপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মহাদেব কর্মকার ওই এলাকার মৃত ফকির চাঁন কর্মকারের ছেলে ও সরকারের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা।
স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে পাশ্ববর্তী বাজারে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। পরে বাড়ীর সামনে থেমে থাকা একটি অটো রিক্সআয় উঠার সময় দ্রুতগতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা মোটর সাইকেলটি সনাক্ত করার চেষ্টা করছেন। দ্রুত সময়ের মধ্যে মোটর সাইকেলটি সনাক্ত করে চালককে আটক করা সম্ভব হবে।