নিজস্ব প্রতিবেদক:
নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার ৩১ বার তোপদ্ধনির মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়। ভোরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় স্থাপিত বিজয়স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পলিশ সুপার লিটন কুমার সাহা, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। পরে বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ সস্তান কমান্ডসহ আপামর জনসাধারণ বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। এ ছাড়া শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ও স্কুল ও কলেজের শিক্ষার্থীদের শারিরীক কসরৎ প্রদর্শনের আয়োজন করা হয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।