নিজস্ব প্রতিবেদক:
ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে অন্যায়ভাবে পুলিশের গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতা-কর্মীরা। আজ বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি এ.হাই তালুকদার ডালিমের নের্তৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নিয়ে আলাইপুর দলীয় কার্যালয়ের অভিমুখে এগুতে থাকলে নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই কর্মসুচি শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান স্বাধীনসহ নেতৃবৃন্দ ও কর্মীরা।