নাটোরে লকডাউন অমান্য করে ভেজাল প্রশাসনী সামগ্রী তৈরী,বাজারজাত ও সংরক্ষনের দায়ে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার সকালে সদর উপজেলার চাঁদপুর গ্রামের মেসার্স এস এম প্রোডাক্টস অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদপুর গ্রামের মেসার্স এস এম প্রোডাক্টস অভিযান চালায় র্যাবের একটি অপারেশন টিম। অভিযানকালে সেখানে দেখা যায় সরকারী লকডাউন অমান্য করে শ্রমিক দিয়ে ভেজাল প্রশাসনী সামগ্রী তৈরী,সংরক্ষন ও বাজারজাত করা হচ্ছে। এ সময় সরকারী নির্দেশ লকডাউন সম্পর্কে জানতে চাইলে তিনি কোন সদউত্তর দিতে পারেন না। পরে প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন আলীকে আটক করে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যামান আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাছনিমা খাতুন তাকে দুই লাখ টাকা জরিমানা করেন। পরে তিনি জরিমানা দিয়ে মুক্ত হন।