নাটোরের নাটোর ও সিংড়া পৌর এলাকায় তৃতীয় দফা সহ জেলার ৮টি পৌরসভা এলাকায় ৭ দিনের লকডাউন চলছে ঢিলেঢালাভাবে । শনিবার ৪র্থ দিন সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ভ্রাম্যামান আদালত ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছে। নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় তৃতীয় দফার এবং গুরুদাসপুর, গোপালপুর, বড়াইগ্রাম, বনপাড়া, বাগাতিপাড়া, নলডাঙ্গা পৌর এলাকায় লকডাউনের প্রথম দফার ৪র্থ দিন শনিবার সকালে জনগনের চলাফেরা কম থাকতে দেখা গেছে। তবে অনেকটাই ঢিলেঢালা হয়ে পড়ছে এই লকডাউন। প্রতিদিনই বেলা বাড়লে ইজিবাইকসহ ব্যাটারি চালিত হালকা যানবাহন ও রিক্সা চালকরা কোন তোয়াক্কা করছেননা । কাজের সন্ধানে বা অপ্রয়োজনে তারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন। স্বাস্থ্যবিধিও মানছেন না এদের অনেকেই। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধের দোকান ছাড়া অন্যান্য দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে। তবে বিভিন্ন কায়দায় অনেকে দোকান থেকে খরিদদারের চাহিদা অনুযায়ী মালামাল সরবরাহ করছেন।
এদিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মনি (৬০) নামের এক ব্যক্তি মৃত্যু বরণ করেছেন। গত ২৪ ঘন্টায় নতুন কওে আক্রান্তের কোন খবর পাওয়া যায়নি। তবে নাটোর সদর হাসপাতালে ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৫৯ জন। গতকাল শুক্রবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ছিল ৩১৫২ জন।