নাটোর প্রতিনিধি: নাটোরে লক্ষাধিক টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস। নাটোরের নলডাঙ্গার হালতি বিলে অভয় আশ্রম এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও বাদাই জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার হালতি বিলের অভয়াশ্রম ট্রাংক এলাকায় মাছ শিকারের প্রস্ততির সময় অভিযান চালিয়ে এক মাছ শিকারির ৯০ হাজার টাকা মূল্যের এক হাজার মিটার বাদাই জাল ও ১০ হাজার টাকা মূল্যের এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মামুন। পরে জব্দকৃত অবৈধ জাল গুলো এনে টাংকি এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার। নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ এর অধীনে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে মাছ সংরক্ষণের জন্য অভয়আশ্রমে কাঠা ফেলা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।