নিজস্ব প্রতিবেদক:
নাটোরে লাম্পিং স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে বাগাতিপাড়া উপজেলার জালালপুর গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সস্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ দপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচারক ডাঃ নজরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা,জেলা ভেটেরিনারি কর্মকর্তা রুহুল আমিন আল ফারুক, উপজেলা ভেটেরিনারি সার্জন হায়দার আলী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবীর সবুজ। এ সময় বক্তারা কিভাবে গবাদী পশুর লাম্পিং স্কিন ডিজিজ প্রতিরোধ বিষয়ে বলেন, এই রোগে ২ শতাংশ পশু মারা যেতে পারে। এতে আতংকিত হওয়ার কিছু নাই। কোন পশুর যেকোন সমস্যা হলেই আপনারা দ্রুত সেই এলাকার ভেটেরিনারি সার্জন বা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হয়। সভা শেষে স্থানীয় পশু পালনকারীদের মাঝে বিভিন্ন ঔষধ ও ভ্যাকসিন বিতরন করা হয়।