নিজস্ব প্রতিবেদক:
পূজা-অর্চনা,অঞ্জলী আর ভোগারতীর মধ্য দিয়ে নাটোরে শারদীয় দূর্গা পূজার তৃতীয় দিনে মহা অষ্টমী বিহিত পূজা শুরু হয়েছে। আজ সোমবার সকালে ভক্তবৃন্দের সমাগমে মন্দিরগুলোর প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, শঙ্খ ধ্বনী আর ঢাকের বাদ্যের মধ্য দিয়ে অষ্টমী পূজা, অঞ্জলী ও ভোগারতি সম্পন্ন হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সন্ধি পূজা ও সন্ধ্যায় আরতি সহ নানা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় দিনের (অষ্টমী) পুজা সম্পন্ন হবে। ভক্তবৃন্দ বলেন তারা সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবের মহা অষ্টমী পূজায় অঞ্জলী দিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন যেন তাদের সারাবছর ভালভাবে কাটে। সকল অশুভ শক্তি দূর হয়ে দেশ ও দশের কল্যঅণ হয়। মন্দির কমিটির সভাপতি শ্যাম আগরওয়ালা বললেন নাটোরে সাম্প্রদায়িক সম্পৃতি খুব ভাল। শহরে সব সময় নির্বিঘ্নে পূজা সম্পন্ন হয়। পূজায় জাতি ধর্ম নির্বিশেষে মন্দিরে আসে এবং প্রতিমা দর্শন করে। এদিকে রাতে প্রতিটি মন্দিরের আলোকসজ্জা দর্শকদের দৃষ্টি কাড়ছে। এদিকে শারদীয় দূর্গোৎসব সুুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্ত ব্যবস্থা ছাড়াও রয়েছে মন্দিরের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে।