নাটোর প্রতিনিধি: নাটোরে শীতার্ত অসহায় মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিট।
আজ শুক্রবার নাটোর ইউনিট কার্যালয়ে তালিকাভূক্ত ব্যক্তিদের হাতে এসব কম্বল তুলে দেন নাটোর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে অবস্থাসম্পন্ন সকল ব্যক্তির উচিৎ তাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সহযোগিতা করা। রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের কল্যাণে সব সময় তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সম্পাদক ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন জানান, কম্বল বিতরণের তালিকা প্রস্তুতে বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ও বিধবা মহিলাদের অগ্রাধিকার প্রদান করা হয়েছে।