নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বিকেল ৪ টার দিকে জয়কালী বাড়ী মন্দির কমিটির উদ্যোগে শহরের জয়কালী মন্দির, শ্রী শ্রী মদন গোপাল মন্দির, ইস্কন মন্দির, মল্লিকহাটি ও বড়গাছার পালপাড়া মন্দিরের রথ সহ সহ বিভিন্ন স্থান থেকে ৬ টি মন্দিরের রথের বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শত শত নারী পুরুষ ভক্তবৃন্দ রথের দড়ি টেনে নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্ব-স্ব মন্দিরে দেবতা ফিরে যান। এ সময় বিভিন্ন মন্দিও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।