নাটোরে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমনের হার ৬২ শতাংশ। গতকালের চেয়ে কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় ৬৭ জনের শরীরের নমুনা পরিক্ষায় নতুন করে ৪২ জন আক্রান্ত হয়েছে। এরফলে আগামিকাল বুধবার থেকে নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় ৭ দিনের জন্য লকডাউনের আওতায় আনা হবে। জেলায় মোট আক্রান্ত ১৯৪০জন। আক্রান্তদের মধ্যে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৭২ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ জন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, নাটোরে করোনা সংক্রমন বৃদ্ধির সাথে মৃত্যুর সংখ্যায় বৃদ্ধিও পাচ্ছে। এই সংক্রমনের সংখ্যা নাটোর ও সিংড়া পৌর এলাকায় বেশী। এতে করে ওই এলাকার মানুষজনের নিরাপত্তার দিক বিবেচনায় আগামিকাল বুধবার ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর এবং সিংড়া পৌরসভায় সাত দিনের জন্য কঠোর লকডাউন ঘোষনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল গভীর রাতে করোনা সংক্রান্ত এক জরুরী ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানোর করার কথা রয়েছে।