নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস থেকে সচিবালয়ে যানবাহন প্রবেশ পত্র স্টিকার যুক্ত একটি পাজেরো জিপ থেকে পাট গোডাউনের কর্মচারী হযরত আলীর দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়ির মালিক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। আটককৃত মিজানুর রহমান মাগুরা জেলার শ্রীপুর থানার আমতৈইল গ্রামের মৃত গোলাম হায়দারের ছেলে। নিহত হযরত আলীর বাড়ী রংপুর জেলায় বলে জানিয়েছেন পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোরের পুলিশ লিটন কুমার সাহা বলেন, গাড়ীর ভিতরে মরদেহ নিয়ে এক ব্যক্তি ঘোড়াঘুরি করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বনপাড়া বাইপাস এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানকালে বাইপাসে বিআরটিসি কাউন্টারের পাশে বট গাছের নিচে থেমে থাকা একটি পাজেরো জিপ গাড়ী যাহার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘ ১৪-০৫৮৭ এবং গাড়ীতে লাগানো স্বরাষ্ট্র মন্ত্রনালয় যানবাহন প্রবেশ পত্র বাংলাদেশ সচিবালয় স্টিকারটি দেখে সন্দেহ হয়। এ সময় গাড়ীটিতে তল্লাশী চালালে গাড়ীর পিছনে দুই হাত রশি দিয়ে পিঠ মুড়ি করে বাঁধা একটি মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার ও গাড়ীর মালিক (নিজেই ড্রাইভ করছিল) মিজানুর রহমানকে আটক করা হয়। উদ্ধারকৃত মরদেহ সহ পাজেরো জিপ গাড়ীটি ও তার মালিক বর্তমানে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তা পৌঁছেছে। ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।