নাটোর প্রতিনিধি
বাংলাদেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান সাম্প্রদায়িক হামলা বাড়ী,ঘর, মন্দির,ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অঅগ্নিসংযোগ,লুটপাট,দেশ ত্যাগের হুমকি, সীমান্ত হত্যার বিচার,ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে হত্যার চেষ্টা, হত্যা, ধর্ষণ,জোড় করে ঘর থেকে মেয়েদের তুলে নিয়ে যাওয়া, অর্পিত ও দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেওয়া সহ সকল সংখ্যালঘু নির্যাতন বন্ধকরনপুর্বক ভুক্তবোগীদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান, দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং পূর্ব ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সম্মিলিত জাগরন মঞ্চের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট ভাস্কর বাগচি, চন্দন নাগ,সঞ্জিত কুমার সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, এই দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সব সময় নির্যাতিত। কোন সরকারের সময় নির্যাতন বন্ধ হয়নি। কোন সময় তাদের মতপ্রকাশ করতে দেয়নি। কথা বললেই হামলা মামলার স্বীকার হতে হয়েছে। মন্দির বা প্রতিমা ভাংচুর করলে তার কোন বিচার নাই। উল্টো ধর্ম অবমাননার মিথ্যা মামলা বা অভিযোগ এনে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে তাদের কাছে সঠিক কাজ। দ্রুত এই সকল বিষয়ের সঠিক পদক্ষেপ গ্রহন করা না হলে আমাদের আন্দোলন আনেক কঠোর করা হবে।