নাটোর জেলায় এ পর্যন্ত সরকারীভাবে সাড়ে সাতশ’ টন চাল এবং প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটি সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় দিক নির্দেশনা প্রদান করেন করোনা ভাইরাস প্রতিরোধ ও ত্রাণ সামগ্রী সমন্বয় কমিটির জেলা সমন্বয়কারী পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।
সভায় জানানো হয়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নাটোর জেলার জন্যে মোট ৯০৫ টন চাল এবং ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এ পর্যন্ত ৭৫০ টন চাল এবং ৪৮ লাখ ২০ হাজার টাকার শিশু খাদ্যসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। ব্যক্তিগত উদ্যোগে সংসদ সদস্য শিমুল প্রায় এক কোটি টাকা মূল্যমানের ত্রাণ সামগ্রী ইতোমধ্যে বিতরণ করেছেন এবং এই কার্যক্রম চলমান আছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়েও ত্রাণ কার্যক্রম চলছে। সভায় জানানো হয়, এখন পর্যন্ত ১১৮ ব্যক্তির নমুনা পরীক্ষা করে কারো করোনা ভাইরাস সংক্রমণ পজিটিভ হয়নি অর্থাৎ নাটোর জেলা এখনো করোনা সংক্রমণমুক্ত। জরুরী পরিস্থিতি মোকাবেলায় সরকারী ও বেসরকারী পর্যায়ে আইসোলেশনে ১৪০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। করোনা ভাইরাস চিকিৎসাসেবায় ১০ জন চিকিৎসক, ১৫ জন নার্স ও ৩ জন ওয়ার্ড বয় প্রস্তুত আছেন। এক্ষেত্রে চিকিৎসা সেবার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আবাসন সরকারী দপ্তরের গেষ্ট হাউজে করা হবে। প্রথম আইসোলেশন সেন্টার হিসেবে ভেন্টিলেটার সুবিধা সম্বলিত আমজাদ হোসেন মেমোরিয়াল হাসপাতাল ব্যবহার করা হবে। সভায় চলমান বোরো মৌসুমের ধান কাটা ও মাড়াই কার্যক্রম শ্রমিকের চাহিদা পূরণে বিভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য ছাড়পত্র প্রদান করছে এবং এই কার্যক্রমে যান্ত্রিকীকরণ সহযোগিতায় সরকার ভর্তুকি প্রদান করে যাচ্ছে। এ বছর ১৭টি কম্বাইন্ড হারভেস্টর ও দুইটি রিপার মেশিনে প্রায় আড়াই কোটি টাকা ভর্তুকি প্রদান করা হয়েছে। জেলায় কোন শ্রমিক সংকট নেই। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার সরকার ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।