নাটোর প্রতিনিধি:
নাটোরে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাফুরিয়া এলাকায় এই ধান ক্রয়ের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু সহ কর্মকর্তাবৃন্দ। জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম জানান, কাফুরিয়া থেকে প্রতি মণ একহাজার ৪০ টাকা দরে মোট ১৬ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। জেলা খাদ্য গুদামে এবার ৪৪১ মেট্রিকটন ধান সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।