নাটোরে সাবেক প্রতিমন্ত্রীর ছেলে সুদ ব্যবসায়ী ও তার বাহিনীর অত্যাচার নির্যাতনের প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ওমর আলী মন্ডল, আকছেদ আলী, মেরিনা খাতুন সহ অন্যান্যরা। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকারের নেতৃত্বে গড়ে ওঠা সুদি বাহিনীর নির্যাতনে সদর উপজেলার রুয়েরভাগ, চন্দ্রকোলা ও বালিয়াডাঙ্গা এলাকার সাধারণ মানুষ অসহায় জীবন যাপন করছে। ১০ হাজার টাকা সুদের ওপর নিলে জোর করে আদায় করা হচ্ছে লাখ টাকা। টাকা দিতে না পারলে চালানো হচ্ছে নির্যাতন।
এসব বিষয়ে থানায় মামলা করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। তাদের কাছ থেকে সুদে নেওয়া টাকা ফেরৎ দিতে চাইলেও তারা ফেরৎ নেয়না আর ফেরৎ নিলেও তাদের টাকা পরিশোধ হয়না। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এ ব্যাপারে অভিযুক্ত সোহেল সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,সুদের ব্যবসার সাথে তার কোন সম্পর্ক নাই। তিনি সুদের অতিতেও কোন দিন করেন নাই বা আজও করেন না। তাদের পরিবারের বিশেষ তার বাবার সুনাম ক্ষুন্ন করার জন্য এটা করা হয়েছে। প্রশাসন সঠিকভাবে তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করলেই প্রকৃত রহস্য বের হয়ে আসবে।