নিজস্ব প্রতিবেদক:
নাটোরে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে উল্টে পড়ে চালক শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। এ সময়র চালকের হেলপার মৃদুল হোসেন আহত হয়। আজ শুক্রবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম পাবনার সাঁথিয়া উপজেলার আফসার আলীর ছেলে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মাসুদ হোসেন ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, ঢাকা থেকে নাটোরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক নাটোর সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে চালক শফিকুল ইসলাম মারা যায়। আহত হয় চালকের হেলপার। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যাক্তিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ট্রাকের নিচ থেকে চালকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।