নিজস্ব প্রতিবেদক:
নাটোরে এক স্কুল শিক্ষার্থীকে অপহরন ও ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড ও তাদের ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হল, নাটোর সদর উপজেলা হয়বতপুর গ্রামের আঃ সাত্তারের ছেলে আবু বক্কর ও গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আনোয়ার হোসেনের রান্টু মিয়া।
নাটোর জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান ও মামলার এজাহার সুত্রে জানা যায়,আবু বক্কর ও রান্টু মিয়া ওই স্কুল শিক্ষার্থীর বাড়ীর পাশে রাজ মিস্ত্রির কাজ করতো। এই সুবাদে ওই শিক্ষার্থীর সাথে আবু বক্করের সুম্পর্ক হয়। সম্পর্কের এক পর্যায়ে ২০০৫ সালের ২৫ মে দুপুরে ওই স্কুল শিক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে তুলে নিয়ে যায় আবু বক্কর ও রান্টু মিয়া। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারে ওই শিক্ষার্থীকে আবু বক্কর ও রান্টু মিয়ার সাথে যেতে দেখা যায়। কিন্তু মেয়েকে কোথাও খুজে না পেয়ে ওই শিক্ষার্থীর মামা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার করে ঢাকা থেকে।পরে পুলিশ অভিযুক্ত আবু বক্করের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ এবং রান্টু মিয়ার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণে সহযোগিতার অপরাধে অভিযোগ দাখিল করে। দীর্ঘ ১৯ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। রায়ে আরো উল্লেখ করা হয় জরিমানার অর্থ ভিকটিম পাবে।