নাটোরে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নারদবার্তার বার্তা সম্পাদক সৈয়দ মাসুম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । বৃহস্পতিবার শহরের আলাইপুর এলাকাস্থ তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক সৈয়দ মাসুম রেজা শহরের আলাইপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মোঃ নাসিহ এর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, সৈয়দ মাসুম রেজার স্ত্রী সান্তনা সাদিকা ইয়াসমিন ঢাকা মহানগর মূখ্য হাকিমের আদালতে মাসুমের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামল দায়ের করেন। এরপর মাসুমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আসে নাটোর সদর থানায়। সেই গ্রেফতারী পরোয়ানা পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ শহরের বাড়ী থেকে তাকে গ্রেফতার করে । পরে আদলতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
বাদী সান্তনা সাদিকা তার দায়ের করা মামলায় উল্লেখ করেন, মাসুম রেজা প্রথম বিয়ের কথা গোপন রেখে তাকে বিয়ে করে। বিয়ের পর থেকে তাকে যৌতুকের দাবীতে অত্যাচার নির্যাতন করে আসছিল । এরপর তাকে ঢাকায় রেখে পালিয়ে যায়। পরে ঢাকার মহানগর মূখ্য হাকিমের আদালতে মাসুমের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামল দায়ের করেন।
এ বিষয়ে নারদবার্তার প্রকাশক ও সম্পাদক পরিতোষ অধিকারী বলেন, মাসুম রেজা অনলাইন পত্রিকা নারদবার্তা বার্তা সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। এটা আদালতের বিষয়। আইন তার নিজস্ব গতিতে চলে।