করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী বিধিনিষেধ প্রতিপালনের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা এবং রমজান মাসে পণ্য মূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করতে নাটোরে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের নীচাবাজারে বাজার মূল্য মনিটরিং করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
জেলা প্রশাসক সব্জি, মাছ, মাংস এবং মুদি দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা প্রত্যক্ষ করেন এবং ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে পণ্য মূল্য সম্পর্কে অবহিত হন।
বাজার পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, বাজারে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য থাকায় পণ্য মূল্য স্থিতিশীল আছে। বরং কোন কোন ক্ষেত্রে দাম কমার তথ্য পাওয়া গেছে। যেমন খাসির মাংস ও সোনালী জাতের মুরগী।
কোভিড-১৯ চলাচল বিধিনিষেধ পালনে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রশাসন নিয়মিতভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রেখেছে এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ করছে। চলাচল বিধিনিষেধ এবং রমজান মাস উপলক্ষ্যে দ্রব্যমূল্যের উপর যেন কোনরকম নেতিবাচক প্রভাব না পড়ে, সেই লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
বাজার পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন উপস্থিত ছিলেন।
নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন জানান, শহরে দ্রব্য মূল্য পরিস্থিতি এবং স্বাস্থ্য বিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে দু’টি ভ্রাম্যমান আদালত কাজ করছে। উপজেলাগুলোতেও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে।