নাটোর প্রতিনিধি:
নাটোরে বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন বন্ধের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে শনিবার বিক্ষোভ ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসুচি ঘোষণা করা হয়েছে। নাটোরের সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকবৃন্দের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসাবে নাটোর প্রেসক্লাবের সামনে শুরু হয় মানববন্ধন।
এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ মিছিল শেষে শুক্রবার সকল মসজিদে জমায়েত ও শনিবার বিক্ষোভ ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচী ঘোষণা করা হয়ে। মানববন্ধনকালে বক্তব্য রাখেন নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী মুকুল,জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক রইস উদ্দিন,জাপা নেতা আশরাফুজ্জামান মুন্না সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকবৃন্দ।