নাটোরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর পরেই শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি। প্রায় আধা ঘন্টাব্যাপী চলে বৃষ্টি। এত করে জনমনে স্বস্তি নেমে আসে। নাটোরের তেলকুপি এলাকার কৃষক আবুল হোসেন, তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন স্থানে কৃষকদের কাছে খোঁজ নিয়ে জানা গেছে বৃষ্টিপাতে গম, মসুর, পেঁয়াজসহ বিভিন্ন ফসলের কোন ক্ষতি হয়নি। বরং কিছুটা লাভ হয়েছে। মাঠের যে অবস্থা হয়েিেছল তাতে সেচ দিতে হ’ত। বৃষ্টি হওয়াতে সেচ দিতে হবে না। আম চাষীরা জানান, বৃষ্টি হওয়ার পরে আকাশ পরিস্কার হয়ে যাওয়ায় আমের জন্য খুব উপকার হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার জানান, ঝড়ো হাওয়া ও বৃষ্টির পর পরই প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে জেলার কোথাও কোন ক্ষতি হয়নি। বৃষ্টি হওয়াতে পেঁয়াজ, মসুর, ভুট্টাসহ সকল ফসলের উপকার হয়েছে। তবে আরো বেশী করে খোঁজ খবর নেওয়া হচ্ছে।