নাটোরের গুরুদাসপুরের বৃদ্ধ বাবলু শাকিদার (৭২) হত্যা মামলার প্রধান আসামী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে চট্টগ্রামের পোমরা শান্তিরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২৮ মার্চ রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ বাবলু শাকিদারকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরের দিন নিহতের ছেলে লোকমান শাকিদার বাদী হয়ে প্রতিবেশী আনোয়ার ও তার ভাই আয়নালের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৫৭ দিন পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি চৌকস দল হত্যা মামলার প্রধান আসামি আনোয়ারকে গ্রেপ্তার করে। পরে তাকে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করার জন্য মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, বাবলু শাকিদারকে হত্যার পরপরই আসামি আনোয়ার গা ঢাকা দিতে নাটোর থেকে পালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলে যান। সেখানে গিয়ে জীবিকা নির্বাহের জন্য একটি নির্মাণ শ্রমিক দলের সাথে যোগ দেয় সে। নিজেকে নিরাপদ রাখতে আনোয়ার নিজের নাম এবং ঠিকানা বদলে ফেলে। অন্য শ্রমিকদের কাছে সে নিজের নাম তামিম এবং বাড়ি বগুড়ায় বলে জানায়। আইনশৃঙ্খলাবাহিনীর চোখকে ফাঁকি দিতে সিম কার্ড সহ মোবাইল ফোন ভেঙ্গে কর্ণফুলী নদীতে ফেলে দেয় আনোয়ার। গ্রেপ্তারের পর আসামী আনোয়ার পুলিশের কাছে জানায়, সে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে। তার প্রকৃত নাম আনোয়ার। সে পুলিশের কাছে তার সঠিক পরিচয় দিলেও নিজেকে ছাড়িয়ে নিতে পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে। হত্যার সাথে আনোয়ারের সংশ্লিষ্ঠতা নিশ্চিত হয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।