নিজস্ব প্রতিবেদক:
নাটোরে একটি হাঁসের খামার থেকে বিদেশী জাতের হাঁস ৫টি হাঁস চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ে রতন আলী নামে এক চোর। পরে তাকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রতনকে আটক করে থানায় নিয়ে যায়। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শেখের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রতন আলী একই এলাকার মৃত সাজাহান আলীর ছেলে। খামার মালিক হুমায়ন কবির সেতু জানান, প্রতিদিনে তার খামারের হাঁসগুলো গুনে গুনের ঘর থেকে বের করা এবং ঘরে ঢুকানো হয়।
সোমবার ভোরে তার খামারের ঘর হাঁস গননা করে বের করার সময় দেখা যায় সেখান থেকে ফ্রান্সিস পিকিং জাতের ৫টি হাঁস চুরি হয়েছে। পরে তিনি সহ খামারের কর্মচারীরা বিভিন্ন স্থানে খোঁজ খবর করতে শুরু করে। পরে তিনি জানতে পারেন রতন আলী নামে এলাকার এক মাদক সেবী ও চোর তার খামারের হাঁসগুলোকে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পাশ্ববর্তী মাধববাড়ীয়া এলাকার মানুষজনের সন্দেহ হলে রতন আলীকে আটক করে রেখেছে। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে তার খামারের ৫টি হাঁস উদ্ধার করতে পারলেও ততক্ষনে হাঁসগুলো মারা যায়। বিদেশী জাতের হাঁস হওয়ায় এগুলোকে বিষেশ ভাবে লালন পালন করতে হয়। একটু এদিক সেদিক হলেই তারা মারা যায়। এক্ষেত্রেও সেটাই হয়েছে। হাঁস ৫টির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। পরে রতন আলীর ওপর ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা রতন আলীকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, হাঁস চুরি ও চোরকে বেঁধে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে রতন আলী নামে এক যুবককে বেঁধে রাখা অবস্থায় পাওয়া যায়। পরে সে খামার থেকে হাঁস চুরি করেছে জন্য তাকে বেঁধে রেখেছে স্বীকার করলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণের বিষয়টি চলমান রয়েছে।