করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় নাটোরে হৃতদরিদ্রদের জন্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ্ প্রাঙ্গনে খাদ্য বিভাগের এই কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, যে কোন দূর্যোগ মোকাবেলার সক্ষমতা বর্তমান সরকারের রয়েছে। সরকার সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদের দূর্দশা লাঘব করে যাবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম জানান, শহরের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে সপ্তাহের তিন দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবারে পাঁচজন ডিলারের মাধ্যমে ১০ টন করে চাল বিক্রি করা হবে। একজন ব্যক্তি পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে বলে এই কর্মকর্তা অবহিত করেন।