নিজস্ব প্রতিবেদক:
নাটোরে হেরোইন সংরক্ষণ ও বিক্রির অপরাধে স্ত্রী কাজল বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এসময় স্বামী খায়রুল ইসলামকে খালাস দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই আদেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী আরিফুর রহমান জানায়, ২০২১ সালের ২২ জুন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নজরপুর গ্রামের খায়রুল ইসলামের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কাজল বেগমের ঘরে তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ খায়রুলে স্ত্রী কাজল বেগম বুলুকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পরের দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নাটোর সদর থানায় স্বামী খায়রুল ইসলাম ও স্ত্রী কাজল বেগম বুলুকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘ দিন স্বাক্ষ গ্রহন শেষে আজ বৃহস্পতিবার বিচারক কাজল বেগম বুলুকে যাবজ্জীবন কারাদন্ড ও স্বামী খায়রুলকে খালাসের আদেশ দেন।