নাটোরে গত ২৪ ঘন্টায় ৬৫ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছে। নাটোর সদর হাসপাতালে ৫০ বেডের করোনা ওয়ার্ডে ৮২ জন রোগী ভর্তি রয়েছে। ১৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমনের হার ৩৭.১৪ শতাংশ। যা গতদিনের চেয়ে ৬.৯০ শতাংশ বেশী। জেলায় মোট আক্রান্ত ৩৭৮০জন। সুস্থ হয়েছেন ১৭৩০ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৮০০ জন।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, নাটোরের ৮টি পৌর এলাকায় লকডাউন মঙ্গলবার শেষ হয়েছে। কিন্তু সাধারণ মানুষ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের চোখে ফাঁকি দিয়ে স্বাস্থ্যবিধি না মেনে ঘুড়ে বেড়িয়েছে। এছাড়াও গোপনে গোপনে তাদের ব্যাবস্থা প্রতিষ্ঠান খোলা রেখেছে ব্যাবসায়ীরা। ফলে সংক্রমণের হার কমানো যায়নি। আগামিতে কঠোর লকডাউন শুরু হলে সংক্রমন ও মৃত্যু হার কমতে পারে বলে তিনি মনে করেন।