স্টাফ রির্পোটার:
ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে নাটোরে ২ দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। আগামিকাল পর্যন্ত চলবে এই হজ্জ প্রশিক্ষন। নাটোর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। ইসলামিক ফাউন্ডেশান নাটোর জেলা শাখার উপ-পরিচালক একেএম মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজে অধ্যাক্ষ মোঃ সামসুজ্জামান। এই হজ্জ প্রশিক্ষনে জেলার ১১৭৪ জন হজ্জ যাত্রী অংশ গ্রহন করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, কোন হজ্জ যাত্রীকেই যেন কোন ভাবে হয়রানীর শিকার হতে না হয় সেদিকে সরকার কঠোর নজরদারীতে রেখেছে। দেশে এক শ্রেনীর দালাল প্রকৃতির মানুষ বসবাস করে। তারা সবসময় সরকারের ভাব মুর্তি নষ্ট করতে কাজ করে যায়। কিন্তু বর্তমান সরকার সেই সকল দালালদের প্রতিহত করতে মাঠে রয়েছে। একজন হজ্জ যাত্রীও যেন কোন ভাবে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর হজ্জ পালন করতে যাওয়ার সময় বা পরে কিভাবে স্বুস্থ্য হয়ে দেশে ফিরা যাবে সে বিষয়েও আলোকপাত করেন তিনি।