নিজস্ব প্রতিবেদক
এবছর নাটোরে ৩৬৬টি পূজামন্ডবে মহা সমারোহে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব। আজ শুক্রবার সকালে বঙ্গজ্বল মন্দির সহ প্রতিটি মন্দিরে ঘটে চন্ডী পূজা ও ষষ্ঠী পূজা শুরু করে পুরোহিতরা। এসময় ঢাকের বাদ্য, কাঁসার শব্দে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গনগুলো। সন্ধ্যায় দেবি দূর্গার আমন্ত্রণ এবং অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হবে দূর্গা প্রতিমার আরাধনা। পূজা, আরতী, অঞ্জলী ও ভোগ রাগের মধ্য দিয়ে প্রতিদিনের পূজার সমাপ্তি ঘটবে। এ ভাবে সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি ঘটবে আগামী শুক্রবার। দেবি দুর্গার আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে সনাতন ধর্মালম্বীদের মধ্যে। এবার দেবি দূর্গার ঘোটকে আগমন এবং গমন। ভক্তরা সবাই মন্ডপে এসে সবার মঙ্গল কামনা করছে। এদিকে, দুগোৎসবকে কেন্দ্র করে ৫ স্তরের কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্দিরে থাকছে নিজস্ব স্বেচ্ছাসেবক। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব সমাপ্তির আশা আয়োজকদের।