নিজস্ব প্রতিবেদক:
“বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে সাত দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার জেলা প্রশাসনের সহযোগিতায় ও বন বিভাগের আয়োজনে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠ থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে ফিরে আসে। শোভাযাত্রা শেষে মেলার উদ্বোধন করেন নাটোর নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ। পরে কলেজ অডিটোরিয়ামে জেলা সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়েরসহ কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ চারা বিতরণ করা হয়। ৭দিন ব্যাপি এই মেলায় ৩০টি স্টল অংশ নেয়। প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।