নাটোর প্রতিনিধি: নাটোরে ৭ বছরের এক শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শহরতলীর বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ঘটনাটি ঘটে। তবে ঘটনার পর থেকে নির্যাতনকারী জিতু পলাতক রয়েছে। নির্যাতিত শিশুর পরিবার জানায়, বনবেলঘড়িয়া বাইপাস এলাকার রিকশা চালকের ৭ বছরের শিশুপুত্র দুপুরে বাড়ির পাশের বাগানে খেলা করছিল। এ সময় জিতু নামের স্থানীয় এক কিশোর ওই শিশুকে মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে বলাৎকার করে। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে পালিয়ে যায় জিতু। কিছু সময় পর শিশুটি জ্ঞান ফিরে পেলে সে বাড়ীতে চলে আসে এবং পরিবারের সবাইকে ঘটনাটি জানায়। এরপর শিশুটির চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে। নাটোরে পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযুক্তকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।