নাটোর প্রতিনিধি:
নাটোর আদালতে আসামিকে মাদক সরবরাহের সময় জনি শেখ নামে এক যুবলীগ কর্মিকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবলীগ কর্মি জনি শেখ শহরের কান্দিভিটা এলাকার জামাল শেখের ছেলে। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান,শহরের কান্দিভিটা মহল্লার বুলবুল হোসেনের ছেলে অস্ত্র মামলায় গ্রেফতার যুবলীগ কর্মি সজিব হোসেন কারাগার থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলায় হাজিরা দিতে আসে। এ সময় তার সহযোগি যুবলীগ কর্মি জনি শেখতার কাছ থেকে সজিব হোসেনের হাতে মাদক সরবহার করার চেষ্টা করে। ঘটনাটি সেখানে উপস্থিত পুলিশের উপ-পরিদর্শক মালেক দেখতে পেয়ে জনি শেখকে তল্লাশী করে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুড়িয়া গাজা উদ্ধার সহ জনিকে আটক করে। পরে তাকে আদালতের কারাগারে রাখা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় জনি শেখের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনেমামলা দায়েরের প্রস্তুতি চলছে।