নাটোর প্রতিনিধি:
নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে শহরের ভবানীগঞ্জ এলাকায় মৎস ভবনের সামনে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগীতায় তিনি বাসায় গিয়ে চিকিৎসা নেন। আহত শহিদুল ইসলাম বাচ্চু জানান , নাটোর জজ আদালতে দুটি মামলার হাজিরা দিয়ে অটো রিক্সাতে চড়ে বাড়ীতে ফিরছিলেন তিনি। পথে মৎস্য ভবনের সামনে দুটি মোটর সাইকেলে ৪/৫ জন আরোহী তার পথরোধ করে। এসময় তিনি কোন কিছু বুঝে উঠার আগেই তারা তাকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাথারি পিটাতে থাকে এবং শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি বাড়ীতে ফিরে আসেন এবং চিকিৎসা গ্রহন করেন। শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন, তার ওপর এই হামলার জন্য আওয়ামীলীগের কর্মিরাই দায়ী। এ বিষয়ে জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক আকারামুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন , আওয়ামীলীগের কোন নেতা বা কর্মি এমন ঘটনার সাথে জড়িত নয়। তারা এই বিষয়ে কিছু জানে না। এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমন ঘটনার তীব্র জানিয়ে বলেন, শহিদুল ইসলাম বাচ্চু তার সাথে আদালতে হাজিরা দিয়ে বাড়ী ফিরার পথে আওয়ামী সন্ত্রাসীরা তার ওপর হামলা করে রক্তাক্ত জখম করেছে। তিনি নিজেও আদালতে হাজিরা দিয়েছেন। শুধুমাত্র এই সকল সন্ত্রাসীদের জন্য তিনি তার স্ত্রীকে নিয়ে হাজিরা শেষে পুনরায় ঢাকার পথে রওনা দিয়েছেন। নাটোরে এখন কোন মানুষের নিরাপত্তা নাই। এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কে বা কাহারা এমন ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু তার নিজ বাসায় অবস্থান করছেন।