নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষনা করেছে কেন্দ্রীয় কমিটি। আজ রবিবার কেন্দ্র থেকে কমিটি গঠন করে জেলা কমিটির কাছে পাঠানো হয়। কমিটিতে আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও রাসেল আহমেদ রনিকে সাধারণ সম্পাদক করে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল স্বাক্ষরিত এই কমিটির তালিকা তারা হাতে পান।
নবগঠিত কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। দলকে শক্তিশালী করতে এখন থেকে তারা তাদের কার্যক্রম শুরু করবেন।