নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার সহ নেতাদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সড়ক অবরেধ করে বিক্ষোভ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মিরা। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করে । এ সময় পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের সাথেও অশোভন আচরন করে। এর আগে তারা লাঠি ও বাটাম হাতে মোটরসাইকেল বহর নিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিক করে এবং তেবারিয়া এলাকায় একটি মোটরসাইকেল ভাংচুর করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, লাঠি ও বাটাম হাতে মোটরসাইকেল নিয়ে শহর প্রদক্ষিনের সংবাদ পেয়ে পুলিশ তাদের পিছু নেয়। পরে দলীয় নেতা-কর্মিরা শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় নাটোর – বগুড়া মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে শহরের কানাইখলী এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউসিসিএ সভাপতি ইশতিয়াক আহমেদের আনন্দ মিছিলে সন্ত্রাসীরা হামলা করে। পরে তারা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন, সাবেক সহসভাপতি নাদিম খান সহ আরো কয়েকজনের ওপর হামলা করে চলে যায়। এ ঘটনায় আজ দুপুরে ইশতিয়াক আহমেদ ডলার বাদী হয়ে ৭ জনের নাম সহ অজ্ঞাত আরো ২০/২৫ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ইশতিয়াক আহমেদ ডলার বলেন, আজ রাতের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে না পারলে আগামিকাল কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।