ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস যাত্রা বিরতির মাধ্যমে নাটোর থেকে ভ্রমন কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুের নাটোর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভ্রমন কার্যক্রমের উদ্বোধন করা হয়। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর রেলওয়ের স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্ত্তী, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, স্টেশন কমিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ, উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম। উদ্বোধনী সময়ে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীদের ফুল ও মিস্টি দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্লাটফর্মে ট্রেন পৌঁছনোর পর সংসদ সদস্য শিমুল ফিতা কেটে আনুষ্ঠানিক ভ্রমন কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, বর্তমান সরকার অল্প খরচে দ্রুততম সময়ের মধ্যে যাত্রীদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে রেলপথের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরমধ্যে রেলপথের সম্প্রসারণ, রেল স্টেশনের উন্নয়ন, নতুন নতুন আন্তঃনগর ট্রেন চালু, যাত্রীদের দূর্ভোগ লাঘবে ই-টিকেট চালু অন্যতম। আগামী দিনগুলোতে রেলযাত্রাকে আরো আকর্ষনীয় করার জন্যে গৃহীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।
নাটোর রেল স্টেশনের প্রধান বুকিং সহকারী আবু সাঈদ জানান, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস দুপুর ১২ টা ২৪ মিনিটে নাটোর রেল স্টেশনে পৌঁছবে এবং তিন মিনিটের যাত্রা বিরতি শেষে অন্য কোন স্টেশনে যাত্রা বিরতি ছাড়াই বিকেল ৫ টা ২৫ মিনিটে অর্থাৎ পাঁচ ঘন্টায় ঢাকা পৌঁছবে। কুড়িগ্রাম এক্সপ্রেসে নাটোরের যাত্রীদের জন্যে পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ এবং ৩৫টি শোভন চেয়ার কোচের টিকেট থাকছে।
অন্যদিকে পঞ্চগড় এক্সপ্রেস বিকেল ৫ টা ৪৯ মিনিটে নাটোর রেল স্টেশনে পৌঁছবে এবং তিন মিনিটের যাত্রা বিরতি শেষে অন্য কোন স্টেশনে যাত্রা বিরতি ছাড়াই রাত ৯ টা ৫৫ মিনিটে অর্থাৎ মাত্র চার ঘন্টায় ঢাকা পৌঁছবে। পঞ্চগড় এক্সপ্রেসে নাটোরের যাত্রীদের জন্যে দুইটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ এবং ৪০টি শোভন চেয়ার কোচের টিকেট থাকছে।