নাটোর পৌরসভা নির্বাচনে কে পাবেন মনোনয়ন এই নিয়ে জল্পনা কল্পনা চলছিল গত কয়েক মাস ধরেই। সেই জল্পনা কল্পনার অবসান ঘটলো বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড থেকে খবর এসেছে, নাটোর পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন চলতি মেয়র উমা চৌধুরী জলি।
এর আগে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র জমা দেন নাটোর থেকে ৭জন। এদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুল ইসলাম খান চৌধুরী বুড়া, যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইম হোসেন উজ্জ্বল, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আলেক শেখ।
পুনরায় মনোনয়ন পাওয়ার এক প্রতিক্রিয়ায় উমা চৌধুরী জলি জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে গত পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রদান করেছিলেন। নাটোর পৌরবাসী আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। নির্বাচিত হয়ে নেত্রী শেখ হাসিনার মর্যাদা রাখতে পেরেছি। হয়তো সেই কারণেই তিনি আবারও আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রদান করেছেন।
তিনি আরো জানান, গণতান্ত্রিক একটি বৃহৎ দলের পক্ষে যোগ্য অনেকেই মনোনয়ন চাইতে পারেন এটা সবারই গণতান্ত্রিক অধিকার। এখানে কেউই কারও শত্রু নন। কিংবা কেউই অযোগ্য নন। তবে পূর্বের মতো আমরা আবার সবাই একসঙ্গে নির্বাচনে লড়াই করে নৌকার জয় ছিনিয়ে আনতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আরও বিশ্বাস করি সবাই আমাকে সহযোগিতা করবেন।