নিজস্ব প্রতিবেদক:
নাটোর প্রেসক্লাবের উদ্যোগে পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুনের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। নাটোর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুন,অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক শামসুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা বানু লেখা, সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ, নাটোর প্রেসক্লাব উপদেষ্টা এ্যাডভোকেট মালেক শেখ, মরহুম সাংবাদিক নবীর উদ্দিন সরকারের ছেলে জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুহুল আমিন বিপ্লব প্রমূখ। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দুলাল সরকার, এবিএম মোস্তফা খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল, সাবেক সভাপতি রনেন রায়, সিনিয়র সাংবাদিক এসএম মুনজুর-উল হাসান,সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহদম্মদ রফিক বাবন, সাহিত্য পাঠাগার সম্পাদক সানা উল্লাহ, নির্বাহী সদস্য সাজেদুর রহমান বাবলু সহ অন্যান্যেরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী।