নাটোরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানের ওপর হামলা ও লাঞ্চিত করার মামলায় স্বেচ্ছসেবক লীগ নেতা অন্তরকে গ্রেফতারের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে পুলিশ সুপার লিটন কুমার সাহা। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, গত সোমবার নাটোরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানের অফিসে গিয়ে তাকে লাঞ্চিত ও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে অন্তর। এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বাদী হয়ে নাফি উল ইসলাম অন্তরের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ থানায় একটি মামলা দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অন্তরের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ব্রিফিং শেষে অন্তরকে আদালতে প্রেরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, মীর আসাদুজ্জামান,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এ দিকে নাফি উল ইসলাম অন্তরের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বুধবার স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ। এ সময় তারা দাবি করেন নাফি উল ইসলাম অন্তরের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার বাড়ী থেকে নাফি উল ইসলাম অন্তরকে গ্রেফতার করে পুলিশ। সংবাদ সম্মেলনে তারা আরো দাবি করেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়া হোক। সংবাদ সম্মেলনে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।