নিজস্ব প্রতিবেদক:
নাটোরে শিক্ষার্থী ফরহাদ হাওলাদারকে হত্যা চেষ্টা এবং বাড়ী লুটপাটের অভিযোগে নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, সাবেক ডিসি আবু নাসের ভুঞাঁ, সাবেক এসপি তারিকুল ইসলাম সহ ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০০ জনের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য ফরহাদ হাওলাদারের মা ফাতেমা বেগম বাদী হয়ে এজাহারটি দায়ের করেন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা থানার গেটে বিক্ষোভ করে।
এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১৮ জুলাই দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অবস্থানকালীন সময়ে শহরের মাদ্রাসা মোড় এলাকায় এমপি শফিকুল ইসলাম শিমুল, ডিসি ও এসপির হুকুমে পুলিশ সদস্য এবং আওয়ামীলীগ ও ছাত্র লীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপরে গুলি বর্ষন করে। এতে ফরহাদ হাওলাদার সহ আরো কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে গত ৪ আগষ্ট সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের হুকুমে ফরহাদ হাওলাদারের বাড়ীতে গিয়ে আলমারি ভাংচুর করে ২ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর তার ছেলে ফরহাদ হাওলাদারের চিকিৎসাজনিত কারনে মামলা দায়ের করতে বিলম্ব হইলো।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এজাহার দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, এজাহারটি গ্রহণ করা হয়েছে।