নাটোর সদর হাসপাতালের কোভিড-১৯ রোগেিদর জন্য ৫ টি অক্সিজেন সিলিন্ডার ও ৫০ হাজার টাকার চেক প্রদান করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায়ের হাতে এসব সিলিন্ডার ও ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় জেলার সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন দফায় হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ২৫ টি সিলিন্ডার হস্তান্তর করা হলো। নাটোর সদর হাসপাতালে ২৮৩ টি ছোট সিলিন্ডার এবং ৯৯টি বড় সিলিন্ডার মজুদ রয়েছে। আজ সেগুলোর সাথে যোগ হলো আরো পাঁচটি ছোট সিলিন্ডার।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নাটোরের প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে অক্সিজেনের চাহিদাও। একারনে তিনি চেষ্টা করে চলেছেন নাটোরের মানুষের সেবা করতে। চিকিৎসা সেবার জন্য তিনি তার পরিচিতজনদের কাছ থেকে যেভাবে যেটুকু সহযোগিতা পাবেন তার সবই নাটোরবাসীর জন্য। এছাড়াও সরকারীভাবে যেটুকু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নাটোরবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে চেয়ে আনা সম্ভব হবে তাও তিনি নিয়ে আসবেন। তিনি আরো বলেন সাধারন জনগন সরকার ঘোষিত সামাজিক নিরাপদ দুরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে চললেই এই মহামারি থেকে রক্ষা পাওয়া যাবে। তাই তিনি সকলকে সরকারী নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেন।