নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনে নাটোরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এটি এম মাঈনুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নূর আহম্মেদ মাসুম, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা বলেন ২৫ শে মার্চ কাল রাতে অসহায় বাঙ্গালিদের ওপর পাকিস্তানী হায়নারা ঝাঁপিয়ে পড়ে অনেক বাঙ্গালিকে হত্যা করে। তারা সারা রাত ধরে হত্যাযজ্ঞ চালায় এদেশের নিরীহ সাধারণ মানুষের উপর । তাই আজকের রাতটি কালো রাত হিসেবে ধরা হয়েছে।