নিজস্ব প্রতিবেদক:
নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান , যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু , অ্যাডভোকেট মালেক শেখ। এই সময় বক্তারা বলেন ১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বিষ্ময়কর স্মৃতি বিজারিত দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে মেহেরপুরে বৈদ্যনাধ তলায় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন করে। মুজিব নগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়।