সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদে নাটোরে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ বুধবার দুপুর একটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে জাতীয় মহিলা পরিষদ,কালের কণ্ঠ শুভ সংঘ সহ শিক্ষার্থী ও সাধারন মানুষ এই কর্মসুচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন , মহিলা পরিষদ জেলা শাখার সভানেত্রী শ্যামা বসাক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক সহ সুধি সমাজের প্রতিনিধিরা।
এ সময় বক্তারা বলেন, বিগত তিন মাসে দেশে ৪৮০ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে। এতে করে সমাজে শিশু ও নারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। এভাবে একের পর এক ঘটনা ঘটলেও অপরাধীদের দৃষ্টান্তমুলক কোন শাস্তি হয়না। এরফলে অপরাধীরা পুনরায় অপরাধ করার সাহস পাচ্ছে। তাদের দাবী এই সকল নেক্কারজনক কাজের জন্য অপরাধীদের আইনের মাধম্যে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হোক।